পাঁচদিন পর ডিএসইতে বেড়েছে সূচক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক এবং লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 02:05 PM
Updated : 25 April 2017, 02:05 PM

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্টের বেশি বেড়েছে। এর সাথে বেড়েছে লেনদেন।

এর আগে পাঁচ কার্যদিবসে ১৫৮ পয়েন্ট কমেছিল ডিএসই সূচক।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১২০ পয়েন্ট; লেনদেনও বেড়েছে ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫০০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৫ লাখ টাকা বেশি।

আগেরদিন সোমবার প্রায় সাড়ে পাঁচ মাস পরে ডিএসইর লেনদেন ৫০০ কোটির নিচে নেমে যায়, লেনদেন হয় ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকা।  

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৯ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৬ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৩৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৩৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৩৭ দশমিক ৯১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির। কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।