শ্রমিক কল্যাণে লভ্যাংশ দিল পদ্মা অয়েল

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২০১৫-১৬ অর্থবছরে লভ্যাংশের ৫ শতাংশ জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা অয়েল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 01:44 PM
Updated : 23 April 2017, 01:44 PM
রোববার বাংলাদেশের বৃহৎ জ্বালানি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লভ্যাংশের ৫ শতাংশ থেকে ১ কোটি ৩১ লাখ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে হস্তান্তর করা হয়েছে।

চেক হস্তান্তর করেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মমতাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এএমএম আনিসুল আউয়াল উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী রাঙ্গাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিল্পকারখানাসহ দেশের সব প্রতিষ্ঠান এভাবে তাদের লভ্যাংশ থেকে সরকারের কল্যাণ তহবিলে অর্থ জমা দিলে অসহায় শ্রমিকদের কল্যাণে সরকার অনেক গণমুখী প্রকল্প বাস্তবায়ন করতে পারে।”