ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এ বি ব্যাংক লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 12:13 PM
Updated : 21 March 2017, 03:29 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, সোমবার এ বি ব্যাংক লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৪০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ২৬.৮০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড (৬ দশমিক ৫৯ শতাংশ), এস ই এম এ লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড (৫ দশমিক ৪৩ শতাংশ), আইএফআইসি ব্যাংক লি. (৫ দশমিক ৩৩ শতাংশ), মার্কেন্টাইল ব্যাংক লি. (৫ দশমিক ২৬ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ০৪ শতাংশ), ঢাকা ব্যাংক লি. (৪ দশমিক ৯৮ শতাংশ), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (৪ দশমিক ৮৭ শতাংশ) এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি. (৪ দশমিক ৭৬ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।