শেষ দিনে ঊর্ধ্বগতি পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 10:05 AM
Updated : 29 Sept 2016, 10:05 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে উঠেছে।

ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৩৮ দশমিক ৫১ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩৬ পয়েন্টে উঠেছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ২৪ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।