ঢাকায় দরপতন, ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রামের বাজার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুটোই বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 10:11 AM
Updated : 24 August 2016, 10:11 AM

বুধবার সকালে প্রথম দুই ঘণ্টায় দুই বাজারেও কমেছিল সূচক। দিনশেষে চট্টগ্রামের বাজার ঘুরে দাঁড়ালেও পতনের ধারাতেই রয়ে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় নয় পয়েন্ট কমে চার হাজার ৫৫৪ পয়েন্ট হয়েছে।

হাতবদল হয়েছে ৪৯৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৫.৮৩ শতাংশ কম।

এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন দশমিক ২৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৯৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে দশমিক ৭০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টিরদাম।