১৩ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৩ কোম্পানি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 12:31 PM
Updated : 21 July 2016, 12:31 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ড সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হচ্ছে―ব্র্যাক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্কয়ার টেক্সটাইল, আরএকে সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

২৫ জুলাই বেলা সাড়ে ৩টায় ব্র্যাক ব্যাংকের এবং বিকাল সাড়ে ৪টায় ম্যারিকো বাংলাদেশের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। পর দিন বিকাল ৩টায় বসবে লঙ্কাবাংলা ফাইন্যান্সের পর্ষদ।

২৭ জুলাই বেলা ২টা ৪৫ মিনিটে ন্যাশনাল ব্যাংক, ৩টায় পিপলস ইন্স্যুরেন্স, বিকাল ৪টায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বিকাল ৫টায় আরএকে সিরামিকস ও আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক হবে।

পরদিন বিকাল ৩টায় মার্কেন্টাইল ব্যাংক, সাড়ে ৩টায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ৪টায় সানলাইফ ইন্স্যুরেন্সের বৈঠক অনুষ্ঠিত হবে।

৩০ জুলাই বেলা ১১টায় অগ্রণী ইন্স্যুরেন্স এবং ১ অগাস্ট বেলা সাড়ে ৩টায় স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদের বৈঠক হবে।

স্কয়ার টেক্সটাইল ও সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরের আর্থিক হিসাব নিয়ে আলোচনা করবে। কোম্পানি দুটি থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

বাকি কোম্পানিগুলোর বোর্ড সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক হিসাব নিয়ে আলোচনা হবে।