দরপতনের শীর্ষে বাংলাদেশ অটোকারস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ অটোকারসের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 12:16 PM
Updated : 29 May 2016, 12:16 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে কমেছে ৫ দশমিক ৪৭ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ অটোকারসের সমাপনী মূল্য ছিল ৩২ দশমিক ৯০ পয়সা, রোববার তা কমিয়ে ৩১ টাকা ১০ পয়সায় নেমেছে।

এদিন দরপতনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ দশমিক ৮৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে প্রগতি লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ৩৪ শতাংশ), ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৩ দশমিক ২৩ শতাংশ), ফ্যামিলিটেক্স (৩ দশমিক ০৯ শতাংশ), প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স (২ দশমিক ৯৯ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (২ দশমিক ৭৫ শতাংশ), ইস্টার্ন ক্যাবলস (২ দশমিক ৭৩ শতাংশ), বাংলাদেশ শিপিং করপোরেশন (২ দশমিক ৫৮ শতাংশ) এবং সোনারগাঁ টেক্সটাইল (২ দশমিক ৫৩ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।