আয় বেড়েছে বস্ত্র খাতের ১৬ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৪৪টি কোম্পানির মধ্যে ১৬টির আয় চলতি বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 07:55 AM
Updated : 26 May 2016, 07:55 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ২০১৬ সালের জানুয়ারি-মার্চ মেয়াদের ৩৩টি কোম্পানির অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে ২৭টি কোম্পানি মুনাফায় ও ৬টি কোম্পানি লোকসানে রয়েছে বলে দেখানো হয়েছে।

মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৬টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের তুলনায় বেড়েছে; কমেছে ১১টির। বাকি ৬টির মধ্যে লোকসান বেড়েছে একটির, মুনাফা থেকে লোকসান করেছে ৫টি।