প্রকৌশল খাতের ১৭ কোম্পানির ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৩২টি কোম্পানির মধ্যে ১৭টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 10:12 AM
Updated : 26 May 2016, 10:15 AM

এপ্রিল ও মে মাসে প্রকাশিত ২৫টি কোম্পানির বিভিন্ন প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।

এগুলোর মধ্যে সাতটি কোম্পানি প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির ইপিএস বেড়েছে, দুটি আগের বছর লোকসানে থাকলেও এ বছর মুনাফা করেছে।

একটি কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে, এর মুনাফা বেড়েছে।

এছাড়া ১৭টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে, যার মধ্যে ১১টির ইপিএস বেড়েছে। একটি আগের বছর লোকসানে থাকলেও এ বছর মুনাফা করেছে।

দুটি কোম্পানির মুনাফা কমেছে, আগের তুলনায় কম লোকসান করেছে একটি, আগের তুলনায় লোকসান বেড়েছে একটির ও আগের বছর মুনাফা করলেও এবছর লোকসান করেছে একটি কোম্পানি।

                   প্রকৌশল খাতের ২৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন

নাম

(জানু-মার্চ)প্রান্তিক

ইপিএস

পরিবর্তন %

মন্তব্য

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড

প্রথম প্রন্তিক

2.52

1475

মুনাফা বেড়েছে

বিএসআরএম স্ট্রিলস লি:

প্রথম প্রন্তিক

2.75

209

মুনাফা বেড়েছে

ইস্টার্ন ক্যাবলস লি:

তৃতীয় প্রান্তিক

0.27

200

মুনাফা বেড়েছে

আনোয়ার গ্যালভানাইজিং লি:

তৃতীয় প্রান্তিক

0.34

79

মুনাফা বেড়েছে

বাংলাদেশ অটোকারস লি:

তৃতীয় প্রান্তিক

0.12

71

মুনাফা বেড়েছে

এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড

তৃতীয় প্রান্তিক

0.23

64

মুনাফা বেড়েছে

ইফাদ অটোস্‌ লিমিটেড

তৃতীয় প্রান্তিক

1.02

44

মুনাফা বেড়েছে

বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিঃ

তৃতীয় প্রান্তিক

0.56

33

মুনাফা বেড়েছে

এস. আলম কোল্ড রোল্ড স্ট্রিলস লি:

দ্বিতীয় প্রান্তিক

0.62

32

মুনাফা বেড়েছে

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ লি:

তৃতীয় প্রান্তিক

0.80

23

মুনাফা বেড়েছে

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লি:

তৃতীয় প্রান্তিক

0.89

20

মুনাফা বেড়েছে

কাসেম ড্রাইসেল লি:

তৃতীয় প্রান্তিক

0.33

18

মুনাফা বেড়েছে

বাংলাদেশ ল্যাম্পস লি:

প্রথম প্রন্তিক

0.87

9

মুনাফা বেড়েছে

রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড

তৃতীয় প্রান্তিক

0.92

6

মুনাফা বেড়েছে

কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেড

প্রথম প্রন্তিক

0.66

5

মুনাফা বেড়েছে

রংপুর ফাউন্ড্রী লি:

প্রথম প্রন্তিক

0.81

4

মুনাফা বেড়েছে

রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লি:

তৃতীয় প্রান্তিক

0.76

1

মুনাফা বেড়েছে

সিঙ্গার বাংলাদেশ

প্রথম প্রন্তিক

0.80

-1100

লোকসান থেকে মুনাফা

দেশবন্ধু পলিমার লি.

তৃতীয় প্রান্তিক

0.11

-122

লোকসান থেকে মুনাফা

আজিজ পাইপস লি:

প্রথম প্রন্তিক

0.03

-105

লোকসান থেকে মুনাফা

অলিম্পিক এক্সেসরিস লি:

তৃতীয় প্রান্তিক

0.28

-18

মুনাফা কমেছে

ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড

তৃতীয় প্রান্তিক

0.09

-81

মুনাফা কমেছে

এটলাস বাংলাদেশ লি:

তৃতীয় প্রান্তিক

-0.40

-57.89

লোকসান কমেছে

ন্যাশনাল টিউব লি:

তৃতীয় প্রান্তিক

-1.38

29

লোকসান বেড়েছে

সুরিদ ইন্ডান্ট্রিজ লিমিটেড

তৃতীয় প্রান্তিক

-0.015

-250

মুনাফা থেকে লোকসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/ এএইচএস/ ১৬০৯ ঘ.