সপ্তাহের শেষ দিনে ফের চাঙ্গা পুঁজিবাজার

কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা ঘোষণার পর তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজার ফের চাঙ্গা অবস্থায় ফিরেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 10:58 AM
Updated : 5 May 2016, 12:29 PM

বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে।

এর মধ্যে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে সামান্য কমেছে।

ডিএসইএক্স প্রায় ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৭ পয়েন্টে এবং সিএএসপিআই ১৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৪৮ পয়েন্টে উঠেছে।

নীতি সহায়তা ঘোষণার পরদিন মঙ্গলবার বড় ধরনের উল্লম্ফনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার। ওইদিন ডিএসইএক্স বেড়েছিল ১০০ পয়েন্টের বেশি। সিএসই  সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৩০৭ পয়েন্ট।

কিন্তু বুধবার দুই বাজারেই নিম্নমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হয়; শেষ পর্যন্ত ডিএসইএক্স কমে ১৪ পয়েন্ট, সিএএসপিআই কমে ২৪ পয়েন্ট।

তবে বৃহস্পতিবার ডিএসইতে আবার সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে; হাতবদল হয়েছে ৪৭৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

এদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১ শতাংশ কম।

হাতবদল হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭ টির, কমেছে ৭৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।