পেনাল্টি নিতে না পেরে হতাশ রবিনিয়ো

প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়ার পর ব্রাজিলের ফরোয়ার্ড রবিনিয়ো বদলি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত মাঠে থেকে টাইব্রেকারে পেনাল্টি শট নিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 10:10 AM
Updated : 28 June 2015, 10:13 AM

চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় শনিবার ভোরে প্রথমার্ধে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন রবিনিয়ো। তবে তার গোলটি দ্বিতীয়ার্ধে শোধ দিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় রাখে প্যারাগুয়ে। 
 
টুর্নামেন্টের নক আউট পর্যায়ে একমাত্র ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। 
 
ম্যাচের শেষ দিকে রবিনিয়োর পরিবর্তে ব্রাজিল কোচ দুঙ্গা মাঠে নামান এভারতন রিবেইরোকে। আর আল আহলির এই মিডফিল্ডার টাইব্রেকারে পেনাল্টি কিকটি মারেন পোস্টের বাইরে দিয়ে।
 
ম্যাচ শেষে পুরো বিষয়টি নিয়ে নিজের হতাশার কথা বলেন সান্তোসের ৩১ বছর বয়সী ফরোয়ার্ড রবিনিয়ো। 
 
“আমি একটি পেনাল্টি নেওয়ার জন্য (মাঠে) থাকতে চেয়েছিলাম। কিন্তু কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে হবে আমার।”

আপাতত এই পরাজয়ের হতাশা ভুলে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন রবিনিয়ো। 
 
রিবেইরোর মতো বাইরে বল মারেন আরেক বদলি খেলোয়াড় দগলাস কস্তাও। নেইমারের পরিবর্তে এই ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া মিরান্দা অবশ্য এটা নিয়ে খুব বেশি কিছু বলতে রাজি হননি।
 
“যারা প্রস্তুত তাদেরকেই কিক নিতে বাছা হয়। পেনাল্টির বিষয় এটাই, কখনও আপনি প্রস্তুত থাকার পরও ব্যর্থ হতে পারেন।”