বার্সেলোনার রইল বাকি এক

আথলেতিক বিলবাওকে হারিয়ে ‘ডাবল’ নিশ্চিত করা বার্সেলোনা এবার ট্রেবল জিততে চায়। কোপা দেল রের শিরোপা জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলটির কোচ লুইস এনরিকে নিজেদের স্বপ্নের কথা বলেছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2015, 11:21 AM
Updated : 31 May 2015, 01:21 PM

নিজেদের মাঠ কাম্প নউতে গত শনিবার কোপা দেল রের ফাইনালে মেসি-নেইমারের নৈপুণ্যে আথলেতিক বিলবাওকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। 
 
এই শিরোপা পাওয়ায় ২০০৯ সালের পর আবার ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে আছে কাতালুনিয়ার ক্লাবটি। 
 
আগামী শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এই ম্যাচে ইতালির ক্লাব ইউভেন্তুসকে হারাতে পারলেই ত্রিমুকুট ঘরে তুলবে বার্সা। বার্সেলোনা দল এখন সেদিকেই তাকিয়ে। পুরো দলের প্রত্যয়ী মনোভাবটাই যেন বেরিয়ে এলো এনরিকের কণ্ঠে। 
 
“আমরা দুটি শিরোপা জিতেছি। এখন তৃতীয় আরেকটি চাই। …আমরা আমাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করব এবং আবার ইতিহাস গড়ব।”
 
আপাতত অবশ্য ট্রেবল জয়ের ভাবনা থেকে একটু দূরেই থাকতে চায় বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রতিপক্ষ ইউভেন্তুসের বিপক্ষে জয়ের ছকও এখনই কষতে চায় না তারা। আগে ঘরোয়া ডাবল জয়টাকে উদযাপন করতে শিষ্যদের সময় দিতে চান এনরিকে। 
 
“এটা বিশেষ এক ম্যাচ ছিল এবং আমরা শুরু থেকেই ভালো খেলেছি। আজ রাতে  সবকিছুই গুরুত্বপূর্ণ ছিল।”