গোলে ফেরা সুয়ারেসের বন্দনা

বার্সেলোনায় অভিষেকের পর থেকেই ভালো খেলে যাওয়া লুইস সুয়ারেস কেবল গোল করার ক্ষেত্রে নামের সুবিচার করতে পারছিলেন না। তবে টানা দুই ম্যাচে গোল করে ভক্তদের পাশাপাশি কোচেরও মন জয় করে নিয়েছেন উরুগুয়ের এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 08:47 AM
Updated : 1 March 2015, 08:47 AM
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মাঠে জোড়া গোল করার পর স্পেনের লা লিগায় শনিবার গ্রানাদার বিপক্ষে গোল করেছেন সুয়ারেস।

২৫তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেওয়া রাকিতিচের গোলে অবদান ছিল সুয়ারেসের। ৪৮তম মিনিটে অসাধারণ ফিনিশিংয়ের নমুনা রেখে নিজেই গোল করেন তিনি। এরপর মেসির ৭০তম মিনিটের গোলটির উৎসও ছিলেন সুয়ারেস।

এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই উরুগুয়ের এই স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বসিত এনরিকে।

"খেলতে শুরু করার পর থেকেই সে শীর্ষ মানে আছে। এখন গোলগুলো এবং তার কাজে ভক্তরা তাকে আরও পছন্দ করবে। তবে আমাদের কাছে সে সবসময়ই বিশেষ এবং প্রয়োজনীয় কাজ করে আসছে।"

ম্যাচ শেষে পুরো দলের খেলাতেই সন্তুষ্টি প্রকাশ করেন বার্সেলোনা কোচ।

"খেলোয়াড়রা যা করেছে, তাতে আমি খুব খুশি এবং সন্তুষ্ট।"