‘নেইমারকে অবশ্যই ধরে রাখবে বার্সা’

ইউভেন্তুসের বিপক্ষে প্রীতি ম্যাচে আলো ছড়ানো নেইমার বার্সেলোনাতেই থাকবে বলে দাবি করেছেন কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 12:27 PM
Updated : 24 July 2017, 01:08 PM

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শনিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে নেইমারের নৈপুণ্যে সেরি আ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় বার্সেলোনা।

নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। তবে ইউভেন্তুসের বিপক্ষে ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ডের খেলায় এসবের কোনো প্রভাব দেখা যায়নি। প্রথমার্ধেই জোড়া গোল করে তিনি এগিয়ে নেন দলকে।

বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ম্যাচে জয় পাওয়া ভালভেরদে ভালো করেই জানেন, ২৫ বছর বয়সী নেইমার তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

“আমরা চাই সে আমাদের সাথে থাকুক। আমাদের খেলায় তার প্রভাবটা আমরা জানি। এটা পরিষ্কার।”

প্রথমার্ধে আধিপত্য দেখানো বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় ইউভেন্তুস। এই সময়ে জর্জো কিয়েল্লিনির হেডে একটি গোল শোধ করে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

প্রাক-মৌসুমে বার্সেলোনার প্রথম ম্যাচের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ভালভেরদে। পরের ম্যাচে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তার দল।