‘সানচেসকে না পেয়ে নেইমারকে চায় পিএসজি’

আলেক্সিস সানচেসকে পাবে না বলে পিএসজি বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারকে দলে টানার চেষ্টা করছে বলে দাবি করেছেন আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 09:45 AM
Updated : 24 July 2017, 01:08 PM

কদিন ধরে গুঞ্জন চলছে, বাই আউট ক্লাজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে নেইমারকে দলে নিতে চায় পিএসজি। রোববার অবশ্য বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কাম্প নউয়েই থাকবে তার সতীর্থ।

আসছে নতুন মৌসুম আর্সেনালে সানচেসের শেষ মৌসুম। চিলির এই খেলোয়াড় ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। আক্রমণভাগের এই খেলোয়াড়কে পেতে যেসব ক্লাব আগ্রহ দেখাচ্ছে এর মধ্যে পিএসজি একটি।

সংবাদ মাধ্যমেও খবর এসেছে, চলতি সপ্তাহে প্যারিসে দেখা গেছে সানচেসকে। কিন্তু এসব আমলে নিচ্ছেন না আর্সেনাল কোচ ভেঙ্গার।

“না, আমি মনে করি না সে প্যারিসে ছিল। পিএসজি সানচেসকে পাবে না। তাই তারা নেইমারের পেতে চাচ্ছে।”

“আমি গত তিন-চার দিন লেকিপ (ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক) পড়েছি। তারা সানচেস থেকে নেইমারে সরে গেছে। আজ তারা নেইমারের ব্যাপারে কথা বলছে, তিন দিন আগে বলেছে আলেক্সিস সানচেসের ব্যাপারে। … আমি এটা কয়েকবার পরিষ্কার করে বলেছি যে, সে (সানচেস) বিক্রির জন্য নয়। এটাই আমার অবস্থান।”