সবচেয়ে বেশি বেতন নয় আমার: তেভেস

চাইনিজ সুপার লিগের দল সাংহাই সেনহুয়ার তারকা খেলোয়াড় কার্লোস তেভেস নিজের বেতন নিয়ে সংবাদ মাধ্যমের খবর উড়িয়ে দিয়েছেন। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের দাবি, তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওযা ফুটবলার নন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 03:08 PM
Updated : 22 Jan 2017, 05:53 PM

কয়েকটি গণমাধ্যমে বলা হয়, সপ্তাহে প্রায় ৭ লাখ ১১ হাজার ইউরো বেতনে শৈশবের ক্লাব আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ছেড়ে চীনের সাংহাই সেনহুয়াতে নাম লেখান তেভেস।

সাংহাইয়ে ক্লাবটির হয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েই ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিজের বেতন নিয়ে কথা বলতে হয়।

“আমার শেষ ম্যাচের পর স্থানীয় গণমাধ্যমে চীনে আমার বেতন সম্পর্কে কিছুই বলিনি।”

“বেতনের বিষয়গুলো সবাইকে বলে দেয়াটা উচিত না।… আমার বেতন কিংবদন্তিদের মতো না। কিন্তু পরিমাণটা কত- আমার সতীর্থদের সম্মানে আমি আপনাদের বলবো না।”

সাংহাইয়ে আসতে পেরে খুব খুশি তেভেস। ক্লাবটির হয়ে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা।