এই মেয়েরাই বাংলাদেশের ভবিষ্যৎ: সালাউদ্দিন

এএফসি অনূর্ধ্ব-১৪ (দক্ষিণ ও মধ্যাঞ্চল) মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে সেরা হওয়া মেয়েরাই ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ বলে মনে করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 01:10 PM
Updated : 3 May 2016, 01:10 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবার টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতা মেয়েদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের প্রশংসা করতে গিয়ে সালাউদ্দিন বলেন, “তোমাদের দ্বারা আমরা গর্বিত। গোটা প্রশংসা তোমাদের পাওনা। আমাদের কথা বলার অধিকারই নেই। কথা তোমরাই বলবে; আমরা শুধু শুনব।”

“আমি আশা করব, এই খেলা-ই তোমরা নিয়মিত খেলবে। যেন তোমরা কথা বলতে পার এবং আমরা বোকার মতো শুনতে পারি। এটাই আমার স্বপ্ন।”

বাফুফের মহিলা ফুটবল কমিটি, কোচ, স্টাফ সবাইকে ‘ধন্যবাদ’ জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, “আমি আশা করব, কমিটি তোমাদের জন্য আরও প্রোগ্রাম করবে। কমিটি যে প্রোগাম দেবে, আমরা তার অনুমোদন দেব।”

তহুর-অনুচিংদের দিকে তাকিয়ে গণমাধ্যমকে উদ্দেশ করে সালাউদ্দিন বলেন, “আমি আর কথা বলতে চাই না। ক্যামেরা, মিডিয়া আপনারা এদের ফোকাস করুন; এরাই বাংলাদেশের ভবিষ্যৎ।”

সংবর্ধনা অনুষ্ঠানে ভারতে হারিয়ে মুকুট ধরে রাখা দলের খেলোয়াড়, কোচ, স্টাফ প্রত্যেককে ১৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।