‘সবার ভালোর জন্যই শুধু অলিম্পিকে নেইমার’

নেইমারের শুধু অলিম্পিকে খেলার বিষয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ আর ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের মতৈক্যে পৌঁছানোটা সবার জন্যই ভালো হয়েছে বলে মনে করেন লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2016, 09:26 AM
Updated : 23 April 2016, 09:26 AM

বার্সেলোনা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বুধবার জানায়, নেইমার কোপা আমেরিকায় নয়, কেবল অলিম্পিক ফুটবলে খেলবে।
 
ব্রাজিলের কোচ দুঙ্গা তার অধিনায়ককে কোপা আমেরিকার শতবর্ষী আসরেও চেয়েছিলেন। নেইমারও দেশের হয়ে দুটি প্রতিযোগিতাতে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। 
 
শুক্রবার বার্সেলোনা কোচ এনরিকে সংবাদমাধ্যমকে বলেন, “সব পক্ষের সম্মতির ভিত্তিতে নেওয়া এক সিদ্ধান্ত ছিল এটা। সবাই খেলোয়াড়টির সেরাটা চায়।”
 
“আমরা খেলোয়াড়টির ভালো চেয়েছি, যে কিনা দেশের হয়ে খেলার জন্য মরিয়া। কিন্তু শেষে সবাই মতৈক্যে পৌঁছেছে এবং আমি মনে করি, এটা সবার জন্যই দারুণ। এটা ক্লাব, খেলোয়াড়টি এবং জাতীয় দলের জন্য সর্বোত্তম।”