নববধূকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

বগুড়া শহরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 10:17 AM
Updated : 13 Sept 2017, 10:19 AM

শহরের চকফরিদ এলাকায় মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান।

নিহত ফাতেমা বেগম (১৯) নাটোরের সিংড়া উপজেলার তোজাম্মেল হোসেনের মেয়ে।

এঘটনায় ফাতেমার স্বামী সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। রংমিস্ত্রি সুজন শহরের চকফরিদ এলাকার আব্দুর রশিদের ছেলে।

ওসি এমদাদ বলেন, তিন সপ্তাহ আগে সুজনের সঙ্গে ফাতেমা বেগমের বিয়ে হয়। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।

“এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা বিষয়টি জানার পর তাকে আটকে বুধবার ভোরে পুলিশকে খবর দেয়।”

পুলিশ তাকে গ্রেপ্তার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানান তিনি।

ওসি বলেন, “সুজন জানিয়েছেন তার স্ত্রীর অন্য কোথাও তার সম্পর্ক থাকায় সংসার করবে না জানালে দুজনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।”

এ ব্যাপারে ফাতেমার বাবা তোজাম্মেল হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।