মাওয়ায় ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাট এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 04:22 PM
Updated : 27 August 2017, 04:22 PM

শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মো. ফারুক ওরফে ওমর ফারুক (৩২) নামের ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহম্মেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে মো. ফারুক ওরফে ওমর ফারুক জঙ্গিবাদে যুক্ত হন। ২০১৫ সালের শেষ দিকে জেএমবিতে (সারোয়ার-তামীম গ্রুপ) যোগ দেন।

প্রশিক্ষণ নিয়ে তিনি বাড্ডাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সাংগঠনিক কাজ পরিচালনা করে আসছিলেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সদস্যদের জন্য সংগঠনের অর্থ যোগানদাতাদের কাছ থেকে আর্থ সংগ্রহ করে অপর সদস্যদের পৌঁছে দিতেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহম্মেদ বলেন, রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ফারুকে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।