পিপির মেয়ের আক্রমণকারীদের গ্রেপ্তার দাবি 

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকনের মেয়ের উপর আক্রমণকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 04:55 PM
Updated : 24 August 2017, 04:55 PM

বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সামনে তারা মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশ থেকে বক্তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে তিন দিনের সময় বেঁধে দেন।

অন্যথায় আইনজীবী সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ার করে দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দীপুর সভাপতিত্বে সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব মাসুদুর রউফ, জ্যেষ্ঠ আইনজীবী নুরুল হুদা, জিপি মেরিনা আক্তার প্রমুখ।

এছাড়া জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি দেলোয়ারা বেগম রীনা, কার্যকরী সদস্য সাজ্জাদুল ইসলাম সুমন, আদালতের অতিরিক্ত পিপি কেএম ফজলুর রহমান, অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ, রবিউল আমিন রনি, শরীফ হোসেনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বুধবার সন্ধ্যায় ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে এক ব্যক্তি মিষ্টি খাওয়ানোর কথা বলে বিষাক্ত বস্তু খাইয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তাকে।

এ ঘটনায় এখনও কেউ শনাক্ত হয়নি বলে পুলিশ জানিয়েছে।