ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান রিমান্ডে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধর্ষণ মামলার আসামি এক ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।    

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 11:34 AM
Updated : 16 August 2017, 11:41 AM

বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হামিদুল ইসলাম নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আনয়ারুল ইসলাম জানান, গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামি মিল্টনকে আদালতে হাজির করেন। বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এক গৃহবধূকে ধর্ষণ মামলায় গত শনিবার সন্ধ্যায় মিল্টন সিদ্দিকী গ্রেপ্তার করে পুলিশ। গত ১৪ মার্চ ওই গৃহবধূ বাদী হয়ে মিল্টনসহ দুইজনকে আসামি করে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, এলেঙ্গা রিসোর্টে নিয়ে গত ১৪ মার্চ মিল্টন ওই গৃহবধূকে ধর্ষণের পর মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে ওই গৃহবধূর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেদিন রাতেই মামলা করেন ওই গৃহবধূ। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।