টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের মামলায় স্থানীয় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 05:08 PM
Updated : 13 August 2017, 05:36 AM

নাগবাড়ী এলাকা থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান।

গ্রেপ্তার মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গত ১৪ মার্চ কালিহাতী থানায় মিল্টনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় বলে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান।

মামলার এজাহারে বলা হয়, গত ১৪ মার্চ মিল্টন ওই গৃহবধূকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এলেঙ্গা রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে মিল্টন পালিয়ে যান।

খবর পেয়ে ওই গৃহবধূর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেদিন রাতেই মিল্টনসহ দুইজনের বিরুদ্ধে কালিহাতী থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ।পরে মামলাটি জেলার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি অশোক কুমার বলেন, গত ১১ এপ্রিল মিল্টন উচ্চ আদালত থেকে এ মামলায় জামিন পেয়েছিলেন, আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের শর্তে। আদালতের নির্ধারিত সময়ে মিল্টন আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঘটনার পর টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ বলেন,“স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি; তবে পোশাকের ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।” 

রোববার মিল্টনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড ও ডিএনএ পরীক্ষার আবেদন করা হবে বলে ওসি অশোক জানিয়েছেন।