কারাভোগ শেষে দেশে ফিরল ৮ বাংলাদেশি   

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে আট বাংলাদেশি দেশে ফিরেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 09:23 AM
Updated : 28 July 2017, 09:36 AM

শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

এরা হলেন- রাজকুমার, হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন, নওয়াব আলী, সৌরভ কুণ্ড, ফরহাদ খান, আলমঙ্গীর হোসেন ও সেলিম মোল্লা।

তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও বগুড়া জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে বিভিন্ন সময় এদের ভারতে পাচার করে।

“দিল্লী শহরে গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় ওই আটজনকে আটক করে পুলিশ। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেয়।”

ভারত সরকারের দেওয়া বিশেষ পাশের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে  বলে ওসি জানান।