চৌহালী রক্ষা বাঁধে আবারও ধস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষা বাঁধ আবারও ধসে পড়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 04:22 PM
Updated : 21 July 2017, 04:49 PM

শুক্রবার বাঁধ তদারকের দায়িত্বে থাকা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ এ কথা জানান।

এ নিয়ে বাঁধটিতে নয়বারের মতো ধসের ঘটনা ঘটল।

নির্বাহী প্রকৌশলী বলেন, “আজ সন্ধ্যা ৬টার দিকে চৌহালী রক্ষা বাঁধের মিয়া পাড়া পয়েন্টে ৩৫ মিটার ধসে গেছে। এ নিয়ে তিনদিনে তিনবার ও গত আড়াই মাসে নয়বার বাঁধটিতে ধস নামে।”

টাঙ্গাইল সদরের সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত বাঁধের কাজ ২০১৫ সালের ২৪ নভেম্বর শুরু হয়।

মাটি ফেলে জিও টেক্স ও ব্লক দিয়ে তৈরি করা হয় বাঁধ। তার ওপর পাথরের ড্রেসিং শেষে সিসি ব্লক বিছানো হয়।

গত বুধবার ভোরে বাঁধের খাসকাউলিয়া অংশে ২০ মিটার ধসে যায়।

ধসের কারণ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী শাহজাহান জানিয়েছিলেন, এলাকার মাটির ধারণক্ষমতা কম। আর নদীতে বেশি পানির কারণে তলদেশে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এসব কারণে ধস নামছে।

ধসের কারণ উদঘাটনে বুয়েটের দুজন বিশেষজ্ঞ ও পানি উন্নয়ন বোর্ডের দুজন ঊর্ধ্বতন কর্মকতার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গত ৩ জুলাই ষষ্ঠবারের ধসের পর জানিয়েছিলেন তিনি।