টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে চালক ও তার সহকারী আহত হয়েছেন।দুর্ঘটনার পর টাঙ্গাইল-দেলদুয়ার সড়কেযান চালাচল বন্ধ হয়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 10:56 AM
Updated : 18 July 2017, 10:56 AM

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সেহরাতৈলে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্রগ্রাম থেকে ৩৫ টন ইউরিয়ার সার নিয়ে ট্রাকটি টাঙ্গাইল যাচ্ছিল।সেহরাতৈল বেইলি ব্রিজে ওঠার পর ব্রিজটি ভেঙে গেলে ট্রাকটি নীচে পড়ে পানিতে ডুবে যায়।

“পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাক উদ্ধারে কাজ করে যাচ্ছে।”

ট্রাকের চালক ও তার সহকারীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেজানান তিনি।