প্রমীলা ক্রিকেটারকে ‘হয়রানি’: কোচ মিঠুর বিরুদ্ধে মামলা

এক প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ ওঠা বিসিবির দিনাজপুর জেলা ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে মামলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 04:30 PM
Updated : 8 July 2017, 04:30 PM

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ওই প্রমীলা ক্রিকেটারের শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

গত ১ জুন মিঠু এক প্রমীলা ক্রিকেটারের শ্লীলতাহানির চেষ্টা করেন বলে মেয়েটির বাবা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলমের কাছে লিখিত অভিযোগ করেন।

এরপর মিঠুকে বহিষ্কারের দাবি করে ‘নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট’ দিনাজপুর।

ফাইল ছবি

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে গত ৩ বছর ধরে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কোচ আবু সামাদ মিঠুর অধীনে ক্রিকেট অনুশীলন করে আসছে।

“গত ১ জুন বিকালে মাঠে অনুশীলনের সময় পায়ে বলের আঘাতে জখম হয়। তখন অপর একজন প্রমীলা ক্রিকেটার তার মেয়েকে মাঠে অবস্থিত স্পোটর্স ভিলেজে নিয়ে যান।

“এ সময় মিঠু অপর প্রমীলা ক্রিকেটারকে কৌশলে মাঠে পাঠিয়ে দেন। পরে চিকিৎসার নামে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে মিঠু তাকে ছেড়ে দিলেও ঘটনা প্রকাশ না করার হুমকি দেন।”