নাটোরে ট্রাক উল্টে নিহত ৩

নাটোরের লালপুর উপজেলায় ট্রাক খাদে পড়ে ‍তিন শ্রমিকের মৃত্যু হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 10:28 AM
Updated : 6 July 2017, 12:16 PM

কয়েন এলাকার সাদিয়া ফিলিং স্টেশনের সামনের নাটোর-পাবনা মহাসড়কে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি  শাহাদাৎ হোসেন জানান।

নিহতরা হলেন- পাবনা সদরের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৩), রফিকুল ইসলামের ছেলে আল মামুন (২২) ও ইসলামপুর গ্রামের আস্তব আলীর ছেলে আল আমিন (২০)।

এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রাকের চালক ও তার সহকারী বলে জানালেও তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহদাৎ বলেন, বিকালে সাড়ে ৩টার দিকে বনপাড়ায় বালু নামিয়ে পাবনা ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। 

“এ সময় চালক ও তার সহকারী জানালা দিয়ে লাফিয়ে পড়লে প্রাণে বেঁচে যান। তবে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। ”

খবর পেয়ে নাটোর ও দয়ারামপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিন জনের লাশ উদ্ধার করেন বলে জানান তিনি।