স্কুলে মদ খেয়ে মাতলামি, প্রধান শিক্ষকসহ ৫ জন জেলে

রাজশাহীর তানোরে স্কুলে মদ পান করায় প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 03:40 PM
Updated : 30 June 2017, 05:50 AM

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকাত আলী এ আদালত পরিচালনা করেন।

দণ্ডিতরা হলেন, তানোর উপজেলা ছাওড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহম্মেদ (৪২), সহকারী শিক্ষক বুলবুল আহম্মেদ (৩৮), তানোর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শাহ আলম (৩৫), ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোস্তাফিজুর রহমান (৪০) ও হাতিশাইল গ্রামের দুরুল হুদা (৩০)।

তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, “দুপুরে স্কুলের অফিস কক্ষে মদ পান করে। বারান্দাসহ স্কুলের বিভিন্ন জায়গায় তারা মাতলামি করছিল। পরে পুলিশ একটি বিদেশি মদসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

“বিকালে থানায় ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।”

সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।