সিরাজগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন; আহত হন অন্তত ১১ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 02:57 PM
Updated : 28 June 2017, 02:57 PM

বুধবার পাইকোশা ও বাগবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত ফরিদুল ইসলাম (২০)  পাইকোশা গ্রামের দানেজ সেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকবাবে তাদের নাম জানা যায়নি।  

স্থানীয়দের বরাত দিয়ে কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা জানান, একটি বিয়ে বিচ্ছেদের ঘটনায় টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে মধ্যে গত ২৪ জুন কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।

 “এর জের ধরে বুধবার দুপুরে ওই দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পাইকোশা ও বাগবাড়ি গ্রামের লোকজন মাইকিং করে জমায়েত হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।”

ওসি জানান, তারা ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় বাইপাইল এলাকায় ফরিদুলের মৃত্যু হয়।”

এদিকে, ফরিদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় আবার উভয় গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

ওসি বাসুদেব সিনহা জানান, আবারও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।