কক্সবাজারে ঝুঁকিপূর্ণ বাসস্থানের তালিকা হচ্ছে

সাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অতিবৃষ্টিতে পাহাড় ধসে অন্তত দেড়শ মানুষের প্রাণহানির পর কক্সবাজারের ঝুঁকিপূর্ণ বাসস্থানের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 06:19 AM
Updated : 15 June 2017, 06:42 AM

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, পৌর কাউন্সিলর ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঝুঁকিপূর্ণ বাসস্থান ও বসবাসকারীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

সোমবার রাতে বৃষ্টি শুরুর পর বুধবার রাত পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

নিহতদের মধ্যে রয়েছে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ২৯, বান্দরবানে ৬, কক্সবাজারে ২ ও খাগড়াছড়িতে ১ জন। এছাড়া দেয়ালচাপা, গাছচাপা ও পানিতে ভেসে আরও ৭ জনের মৃত্যু হয়।

ম্যাজিস্ট্রেট সাইফুল বলেন, পাহাড় ধসের ঝুঁকি এড়াতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা হয়েছে।

“জেলায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। অতিঝুঁকিপূর্ণ বসতিদের তালিকা তৈরির পাশাপাশি দুর্যোগকালে তাদের আশ্রয় ও তাৎক্ষণিক খাবার সরবরাহেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ব্যবস্থাপনার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার শহরে পাঁচটি দল কাজ করছে বলে তিনি জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রশাসন কক্সবাজারে অতিঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী এক হাজার পরিবারের তালিকা তৈরি করেছে।