পাহাড়িদের বাড়িঘরে আগুন: ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 10:17 AM
Updated : 4 June 2017, 04:20 PM

রোববার দুপুরে শহরের কালেক্টরেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১২টার দিকে সমবায় মার্কেটের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।  

এক ঘণ্টার এ কর্মসূচিতে আদিবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সূর্য মুরমু, সাংগঠনিক সম্পাদক জাকোপ খালকো, ছাত্র পরিষদের সভাপতি বিশু রাম মুরমু প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, কিছু দুস্কৃতকারী রাঙামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলা চালিয়েছে। তারা আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।

 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের তিনটিলা পাড়া ও মানিকজুড় ছড়াসহ চারটি গ্রামে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) এলাকা থেকে বৃহস্পতিবার যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের লাশ উদ্ধারের পর এই উত্তেজনার সূচনা। নয়ন ভাড়ায় মোটর সাইকেল চালানোর কাজ করতেন।