রায়গঞ্জে খাস পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পে খাস পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 10:32 AM
Updated : 1 June 2017, 10:33 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার নিমগাছিতে এই ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান। 

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।

নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন জানান, প্রকল্পের কয়েকজন সদস্য বৃহস্পতিবার সকালে পুকুরে মাছের পোনা ছাড়তে যায়। এ সময় প্রতিপক্ষ আনোয়ার হোসেনের পক্ষ পুকুরের পানিতে মরিচের গুঁড়া ছিটিয়ে পোনা ছাড়তে বাধা দেয়।

“এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।”

পুলিশ কর্মকর্তা শহিদুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।