ঠাকুরগাঁওয়ে ‘মাদক বিক্রেতার’ ছুরিকাঘাতে এসআই আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে এক এসআই আহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 08:21 AM
Updated : 31 May 2017, 09:00 AM

এ সময় ৮৫টি ইয়াবাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, দুওসুও ইউনিয়নের কালমেঘ সরলিয়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আহত এসআই গোলাম মর্তুজা (৩৫) বালিয়াডাঙ্গী থানায় কর্মরত রয়েছেন। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক সোহরাব হোসেন রাজা (২৫) সরলিয়া গ্রামের দারাব উদ্দীনের ছেলে।

রাজার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মোস্তাফিজার জানান।

তিনি বলেন, গোপনে খবর পেয়ে এসআই গোলাম মর্তুজাসহ পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৯টার দিকে সরলিয়া গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়।

“এ সময় পুলিশ রাজাকে আটকের জন্য ধাওয়া করলে সে ধারালো ছুরি দিয়ে গোলাম মর্তুজার গালে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রাজাকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮৫ টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।”