নওগাঁয় ‘সহকর্মীর ধাক্কায়’ কনস্টেবল নিহত

নওগাঁর মহাদেবপুরে ইফতার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এক কনস্টেবলের ধাক্কায় আরেক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 06:34 PM
Updated : 29 May 2017, 06:37 PM

নিহত আবু হেলাল (৫৬) নওগাঁর রাইগাঁ মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।

সোমবার সন্ধ্যায় ওই পুলিশ তদন্ত কেন্দ্রে ইফতার খাবার নিয়ে তর্কাতর্কির এক পর্যায় এ ঘটনাটি ঘটে বলে জানান নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক।

এ ঘটনায় ধাক্কা দেওয়া কনস্টেবল নাইমুল হাসানকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতার খাবার নিয়ে কনস্টেবল হেলাল ও হাসান কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে হেলাল একটি চেয়ার দিয়ে নাইমুলকে আঘাত করেন। এ সময় নাইমুল হেলালকে ধাক্কা দিলে পেছনের দেয়ালে পড়ে মাথায় আঘাত পান তিনি। এসময় মেঝেতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

অন্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন জানিয়ে পুলিশ সুপার মোজাম্মেল বলেন, মৃত হেলালের লাশ থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হরে।

এ ছাড়া হেলালের পরিবার মামলা করতে চাইলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।