বিদেশিসহ ১১ তাবলীগ সদস্যকে অচেতন করে লুট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আট বিদেশিসহ তাবলীগ জামাতের ১১ জনকে অচেতন করে তাদের মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 12:19 PM
Updated : 17 May 2017, 12:19 PM

মঙ্গলবার রাতে উপজেলার সেনারবাদী জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকালে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন ইন্দোনেশিয়ার নাগরিক লুৎফি, মুখলেছ, আহামেদ সালেহ, মো. সুসলিম, আবু সালেহ, মাছ বাকি হাবিবি, থাইল্যান্ডের আবু আওয়াল আলে, শাহরুন, বাংলাদেশের আহসান হাবিব, মো. ইলিয়াস ও হাফিজুর রহমান।

তাবলীগ জামাতের সাথী আখাউড়ার বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, গত ১২মে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামাতের ১১ সদস্যের একটি দল আখাউড়া আসে। সেখান থেকেই নগরকান্দা এলাকার হাসান পরিচয়ে এক যুবকও তাদের সঙ্গে যুক্ত হয়।

“দলটি মসজিদে অবস্থানকালে মঙ্গলবার রাতে হাসান তাদের সবাইকে জুস খেতে দেন। জুস খাওয়ার পরপরই সবাই অচেতন হয়ে পড়েন। এরপর হাসান ১১টি মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যান।”

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই মসজিদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।