জঙ্গি হামলায় ফায়ারম্যান নিহতের ঘটনা তদন্তে কমিটি

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি হামলায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 01:00 PM
Updated : 11 May 2017, 01:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ।

রাজশাহীর উপ পরিচালক নুরুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের প্রস্তুতির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে দুই নারীসহ কয়েকজন বাইরে থাকা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবদুল মতিন হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর মাছমারা বেনীপুর গ্রামে এ ঘটনায় আত্মঘাতী হয়েছে এক পরিবারের পাঁচজন।

ফায়ার সার্ভিসের এ পরিচালক বলেন, জঙ্গি আস্তানায় দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মীদের নিরাত্তায় কোনো গাফিলতি ছিল কি না তা তদন্তে এ কমিটি করা হয়েছে।

এদিকে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে পুলিশ।