রংপুরে ছাত্রদল ও যুবদলের ১৩ নেতাকর্মী কারাগারে

রংপুরে ছাত্রদল ও যুবদলের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 10:37 AM
Updated : 8 May 2017, 11:01 AM

সোমবার দুপুরে বিস্ফোরক মামলায় জামিন নিতে হাজির হলে জেলা ও দায়রা জজ হুমায়ুন কবীর তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইজীবী আব্দুল মালেক জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জহির আলম নয়ন, জেলা সভাপতি মনিরুজ্জামান হিযবুল, সহসভাপতি আশরাফুল আলম রিপন, মহানগর সহসভাপতি নোমান হাসান, যুগ্ম সম্পাদক মুনতাসির মুন্না, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম লেলিনসহ ১৩ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

“শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

এরা ২০১৬ সালে বিস্ফোরক আইনে দায়ের সাত মামলার আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা ও পরে মালামাল জব্দের নির্দেশ দেয় বলে জানান পিপি মালেক।

আসামিদের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে।