গাজীপুরে পুলিশের ‘ব্লক রেইড’, আটক ৪

জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলে গাজীপুর সিটি সরপোরেশনে বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 05:35 PM
Updated : 6 May 2017, 05:35 PM

শনিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ি এলাকার আটটি ওয়ার্ডে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় এলাকাবাসীর মধ্যে পুলিশ জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মুমিনুল ইসলাম জানান, ভোগড়া ফাঁড়ি এলাকার আটটি ওয়ার্ড এলাকাকে ৪৮ ভাগে বিভক্ত করে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচ শতাধিক পুলিশ অংশ নেয়।

অভিযান দুই কেজি গাজা, ৫৫টি ইয়াবা ট্যাবলেট, একটি ছোড়া ও একটি চাপাতিসহ চার জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গি থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল সংখ্যক জিহাদি বই, তিনটি দেশি অস্ত্র, মাদক উদ্ধার এবং দুই নারীসহ ১০ জনকে আটক করে।

এরপর ২৯ এপ্রিল গাজীপুর জেলা শহরসহ নয়টি ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে হাতবোমা, চাপাতি, ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ ২০ জনকে আটক করে।

গত ২৫ এপ্রিল রাজশাহী নগরের হড়গ্রাম পূর্বপাড়ায়ও জঙ্গি আস্তানার খোঁজে দিনভর অভিযান চালানো হয়। তবে কোনো জঙ্গি আস্তানার খোঁজ মেলেনি।