জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন ৯ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা এবং স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৯ মে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 01:23 PM
Updated : 4 May 2017, 01:23 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্নাতকোত্তর কোর্সগুলো হলো এলএলবি ১ম পর্ব, জার্নালিজম, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, স্পোর্টস সায়েন্স, ফটোগ্রাফি ও মিউজিক।

মাস্টার্সের বিষয়গুলো হলো কম্পিউটার সায়েন্স, এমবিএ, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ।

অনলাইনে ভর্তির আবেদন আগামী মঙ্গলবার (৯ মে) বিকাল ৪টায় শুরু হবে এবং আগামী ৩ জুন রাত ১২টা পর্যন্ত করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions)  থেকে জানা যাবে।