রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সন্দেহে ৩ শিক্ষার্থী আটক

জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে ছাত্রলীগ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 12:18 PM
Updated : 20 April 2017, 02:26 PM

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাদের আটক করা হয় বলে মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান।

এরা হলেন- মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল তৌফিক সানি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের মাকসুদুল হক।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, “জুবায়ের দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেইসবুকে ‘জঙ্গিবাদ সংশ্লিষ্ট’ লেখা ‘পোস্ট’ ও ‘শেয়ার’ করে আসছিল। বিষয়টি জানতে পেরে টুকিটাকি চত্বরে ডেকে নিয়ে জুবায়ের ও মাকসুদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়।

~এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় সানিকে ডেকে তার ব্যাগ তল্লাশি করা হলে ১৬টি সিম পাওয়া যায়।”

ওসি জানান, জঙ্গি সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা ওই তিন শিক্ষার্থীকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

তাদের জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করা হবে বলে জানান তিনি।