পাবনায় বাস খালে, নিহত ৩

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাবনায় তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 05:19 AM
Updated : 19 April 2017, 09:50 AM

জেলার আতাইকুলা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, বুধবার বেলা পৌনে ১১টায় মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর বরাট গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে আবু মুসা (৪০), সাথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিন ও অজ্ঞাতপরিচয় একজন।

আতাইকুলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ দুর্ঘটনা ঘটতে দেখেন বলে জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। একটি সেতুর কাছে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খালে উল্টে পড়ে।”

স্থানীয়রাই আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।

হাসপাতালের চিকিৎসক মেহেদী ইবনে মোস্তফা বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। আর ভর্তির পর চিকিৎসা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান আরও দুইজন।”

আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ওই বাসের যাত্রী রহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি খুবই বেপরোয়াভাবে চলছিল। আমি মনে মনে ভাবছিলাম যে এই বুঝি দুর্ঘটনা ঘটল। সত্যিই সেটা ঘটে গেল।

“একদিকে চোখের সামনে তিন তিনটি মৃত্যু…আর আমি আমার জমির দলিলপত্র হারিয়ে ফেলেছি।”

বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাবনা-মধুপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদ উদ্দিন।

তিনি বলেন, দুর্ঘটনার পর চালককে পাওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।