নওগাঁয় বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ৩

নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত একটি কুয়া থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2017, 09:46 AM
Updated : 14 April 2017, 09:46 AM

শুক্রবার কুড়িয়াপাড়া গ্রামে আব্দুল মালেকের (৩৫) লাশটি পাওয়া যায়। নিহত মালেক ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন প্রবাসী মনিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সুরমা বিবি (২৫), ছোটভাই আমিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মেহের আলী আকন্দের ছেলে পিন্টু হোসেন (২৬)।

নিহত আব্দুল মালেকের মামা সাবেক ইউপি চেয়ারম্যান খয়বর আলী মন্ডল জানান, গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের আমিরুল ইসলাম মোবাইলফোনে মালেককে তার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে মালেক নিখোঁজ থাকেন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বৃহস্পতিবার রাতে পুলিশ আমিরুল ইসলামকে আটক করে বলে খয়বর জানান।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহতাব উদ্দিন মৃধা জানান, মান্দা থানার ওসির কাছে সংবাদ পেয়ে প্রায় সাত ঘণ্টা অভিযানের পর কুয়া থেকে আব্দুল মালেকের মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।  

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, সন্দেহের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আমিরুল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভেতরে পরিত্যক্ত একটি কুয়া থেকে আব্দুল মালেকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।