মেঘনায় ট্রলারডুবি: আরেক নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরেক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ১১। এখনও নিখোঁজ রয়েছে ছয় জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 03:57 PM
Updated : 1 April 2017, 03:57 PM

শনিবার দুপুরে চর কিশোরগঞ্জ এলাকায় শিল্পী আক্তারের (২৮) লাশ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে শিল্পীর লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে।

শিল্পী শরীয়তপুরের ডামুড্যার চান্দেরবাড়ি এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে নদীতে তল্লাশি চলছে বলে জানান মামুনুর রশিদ।

এর আগে ট্রলারডুবিতে শিল্পী আক্তারের স্বামী আব্দুস সাত্তার ও তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার লাশ উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, ট্রলারডুবির ঘটনায় মোট ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ছয় জন। তাদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

রাজধানীর রামপুরা থেকে ৮০ থেকে ৯০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুরের মতলব উপজেলার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলারটি ডুবে যায়।