এবার কুমিল্লায় টিলা ধস, নিহত ২

সিলেটে-চট্টগ্রামে প্রায়ই টিলা ধসে হতাহতের ঘটনার মধ্যে এবার কুমিল্লায়ও একই ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 06:37 AM
Updated : 17 March 2017, 07:05 AM

সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কুমিল্লায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবু ছালাম মিয়া জানান, কুমিল্লায় সেনানিবাসের পাশে টিপরা বাজারে মার্কেট নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - জেলার বুড়িচং উপজেলার কাঁঠালিয়া গ্রামের অরুণ মিয়ার ছেলে তামিম হোসেন ও রংপুরের আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে সিলেটেও টিলা ধসে দুইজন মারা যায়। আর বিকালে রাঙামাটিতে মারা যায় আরও তিনজন।

ওসি ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লায় সেনানিবাসের পাশে টিপরা বাজারে স্থানীয় কামাল হোসেন সেনানিবাসের জায়গা বন্দক নিয়ে মার্কেট নির্মাণের জন্য টিলার পাশে দেয়াল নির্মাণের কাজ করাচ্ছিলেন।

“পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা না করে নির্মাণকাজ করার সময় টিলার মাটি ধসে চাপা পড়েন তিন শ্রমিক। স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও অন্য দুইজন ঘটনাস্থলেই মারা যান।”

পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লাশ দুটি উদ্ধার করে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।