সিলেটে মাটিচাপায় আবার ২ পাথর শ্রমিক নিহত

সিলেটের জাফলংয়ে গর্ত করে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় আবার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 05:15 AM
Updated : 16 March 2017, 06:44 AM

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নয়াবস্তি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন - সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার মখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)।

ওসি দেলওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিয়াইন নদীর তীরে অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন শ্রমিকরা। এ সময় মাটি ধসে পড়লে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

মাটিচাপায় আরও দুইজন আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

গত দেড় মাসে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরপিন টিলা, গোয়াইনঘাটের বিছানাকান্দি ও জাফলংয়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়। সর্বশেষ ৮ মার্চ জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় মাটিচাপা পড়ে মারা যান এক শ্রমিক।