রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩

রাঙামাটির সদর উপজেলায় বসত ঘরের উপর পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 01:14 PM
Updated : 16 March 2017, 01:17 PM

বৃহস্পতিবার বিকালে শহরের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা

নিহতরা হলেন ওই বাড়ির মালিক শামসুল আলম (৫৫), নির্মাণ শ্রমিক কালু মালাকার (৩৫) ও মো. হানিফ (৩২)।

আহত মো. ফারুককে (৪০) রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক আখেই মং চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা গেছে। আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বেলা সোয়া ৪টার সময় কলেজ গেইট এলাকায় একটি সেমি পাকা বসত ঘরের দেয়াল নির্মাণের সময় পাহাড় ধসে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখনও উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, অসচেতনভাবে বসতঘরের পাশে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মাণ করার কারণে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।