বাগেরহাটে গৃহবধূর আগুনে ‘আত্মাহুতি’

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আগুনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে; পুলিশের ধারণা আত্মহত্যা।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 04:35 AM
Updated : 14 March 2017, 04:38 AM

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, সোমবার রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূপুর বেগম (২০) ওই গ্রামের সোলায়মান শরীফের স্ত্রী ও পাশের উত্তর ফুলহাতা গ্রামের নাছির জমাদ্দারের মেয়ে।

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদুল ইসলাম খলিফা বলেন, “নূপুরের প্রতিবেশীরা ঘরে আগুন দেখে আমাকে খবর দেয়।

“আমি দ্রুত গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ অবস্থায় নূপুরকে ঘরের মেঝেতে দেখতে পাই। তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে।”

এ সময় বাড়িতে নূপুর ছাড়া আর কেউ ছিল না জানিয়ে ইউপি সদস্য বলেন, বাড়ির অন্য সদস্যরা আত্মীয়বাড়ি রোগী দেখতে গিয়েছিলেন।

“বছর খানেক আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় এই দম্পতির। মাস কয়েক আগে নূপুরের বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকজন চাল চুরি করে বেচার অভিযোগ তোলে বলে শুনেছি। এই নিয়ে পরিবারটিতে দ্বন্দ্ব চলছিল।”

পরিদর্শক তারক বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতদাল মর্গে পাঠানো হয়েছে।