শেরপুরে সৎ মাকে হত্যায় যুবকের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সৎ মাকে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 11:23 AM
Updated : 13 March 2017, 11:25 AM

সোমবার দুপুরে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো.সারোয়ার হোসেন সবুজ ওরফে বাবু(২২) উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। রায় ঘোষণার সময়কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠাণ্ডু জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান,২০১১ সালের ২১ সেপ্টেম্বর সকালে বাঁশ কাটা ও গাছ থেকে জাম্বুরা পাড়াকে কেন্দ্র করে সৎ মা রাশিদা বেগমের সঙ্গে ঝগড়া হয় সারোয়ারের। এর জেরে তাকে দা, ধান কাটার কাঁচি দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে ঘরের মেঝেতে লাশ খড় দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহতের ভাইরজব আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করলে সারোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে একই বছরের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।