ফরিদপুরে রাজ্জাক জুট মিলে অগ্নিকাণ্ড

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি পাটকলে আগুন লেগে কাঁচা পাট ও জুট ডাস্ট পুড়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 11:58 AM
Updated : 28 Feb 2017, 11:58 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর চর নওয়াপাড়া এলাকায় রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে জানান ফরিদপুর ফায়ার সাভির্সের সহকারী পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন।

তিনি বলেন, বেলা ১২টার দিকে মিলের উত্তর দিকের ইউনিটে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে সম্পন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে। আগুনে ওই ইউনিটে রাখা কাঁচা পাট ও বাইরের জুট ডাস্ট পুড়ে গেছে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, রোয়ালমারীর একটি এবং রাজবাড়ীর একটি ইউনিট বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পাটকলের প্রজেক্ট ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “আগুনে ৬০ হাজার মেট্রিক টন কাঁচা পাট ও বাইরে রাখা জুট ডাস্ট সম্পূর্ণ পুড়ে গেছে।”

অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটির টাকা অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।